৩ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে বিদেশী সিগারেটসহ আটক ২

বিদেশি বিভিন্ন ব্রান্ডের সিগারেটসহ সরণ দেব ও মো. রাজু নামে দুইজনকে আটক করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। বুধবার (৩০ আগস্ট) দুপুরে পুলিশের বিশেষ অভিযানে শহরের পূর্ব শান্তিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন, জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সামশুজ্জামান।

জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে লন্ডনের তৈরি বেনসন ৯২৫ কার্টুন, ওরিস, ১৯৭ কার্টুন, মন্ড ৯২৮ কার্টুন, মন্ড গ্রিন আপেল সিগারেট ৫১০ কার্টুন। বিভিন্ন নামের এসব সিগারেটের বাজার মূল্য প্রায় কোটি জানিয়েছে পুলিশ সুপার মুক্তা ধর।

বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অভিযান ও জব্দকৃত সিগারেটসহ আটকদের নিয়ে একটি ব্রিফিং করেন পুলিশ সুপার।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, জেলার পানছড়ি সীমান্ত দিয়ে এসব সিগারেট প্রবেশ করেছে। চোরাচালান রোধে খাগড়াছড়িতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি মূলহোতাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িত অপরাপর লোকজনদের বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে। এছাড়া এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে, জানিয়েছে পুলিশ সুপার মুক্তা ধর।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ