২৩ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে সুবিধাভোগী ও প্রশিক্ষণার্থীদের নগদ অর্থ সহায়তা

খাগড়াছড়িতে সুবিধাভোগী ও প্রশিক্ষণার্থীদের নগদ অর্থ সহায়তা

পার্বত্যজেলা খাগড়াছড়িতে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও কন্যা শিশুর ক্ষমতায়ন কম্পোনেন্ট’র আওতায় সুবিধাভোগী এবং প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (২২ মে) দুপরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এর আয়োজন করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, নারীদের উন্নয়নে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তারইধারাবাহিকতায় পাহাড়ে নারীদের ক্ষমতায়নে শিক্ষা ও প্রশিক্ষণের উপর দেয়া হচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারীদের এগিয়ে নিতে সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ছাড়াও ইউএনডিপি’র জেলা সমন্বয়ক উশিমং চৌধুরী চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ড্রাইভিং, সেলাই, বিউটিফিকেশসহ বিভিন্ন বিষয়ে ৬৫ জন পাহাড়ি-বাঙ্গালি নারী প্রশিক্ষণার্থীকে সাত ৭ লাখ ৪১ হাজার টাকা এবং ১২১ জন প্রজনন স্বাস্থ্য কর্মী ও সেন্টার ইনচার্জকে ৩৩ লাখ টাকাসহ মোট ৪০ লাখ ৪১ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন