২৩ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে ১৪৪ ধারা : পরিস্থিতি থমথমে, বন্ধ দোকানপাট

খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার সকালে জননিরাপত্তা নিশ্চিত করতে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া খাগড়াছড়িতে জেলা সদরে মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বিজিবি। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। সকাল থেকে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতরাতে সাজেকে আটকা পরা ২ হাজারের বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌছে দেওয়া হয়।

গতকাল জুম্ম ছাত্র-জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহাজন পাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মুখোমুখী অবস্থান তৈরি হয়। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় ২৩ জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সন্ধ্যায় বলেন, ‘শনিবার দুপুরের পর উপজেলা ইউএনও সংলগ্ন এলাকায় বিশৃঙখল পরিস্থিতি হয়। পরে ইট-পাটকেল ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ নিরাপত্তায় যৌথভাবে কাজ করছে। পরে সাউন্ড গ্রেনেড দিয়ে উত্তেজিত দুই পক্ষকে আমরা সরিয়ে দিই। নতুন করে যাতে সহিংসতার ঘটনা না ঘটে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ’

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর উপজেলায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো.হাসনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের জানান, দুই পক্ষের সংঘর্ষজনিত উত্তেজনায় মোট ২৩ জন আহত হয়েছেন। এর মধ্যে ২১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। বাকি দুইজন খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

 

আরও পড়ুন