৫ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে ১৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, গ্রেফতার ২

খাগড়াছড়ি জেলার গুইমারায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও চোরাচালানের কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) বেল সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউপির জালিয়াপাড়ার মানিকছড়ি সড়কের সিকদার মোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব ওষুধসহ তাদের গ্রেফতার করা হয়।

এসময় ভারতীয় কোম্পানির ২০ প্রকার ৩৩ হাজার ৩৪৩ পিস ওষধসহ ২ জনকে গ্রেফতার করেছে। আটকরা হলো— চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার উত্তর রাঙামাটিয়া পৌরসভার বাসিন্দা মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ জাবেদ (২৪) এবং একই এলাকার মৃত কাজী মো. জাহাঙ্গীর আলমের ছেলে কাজী মো. ইব্রাহিম রিদয়ান (২২)।

উদ্ধার ওষুধের অনুমানিক মূল্য বাংলাদেশি টাকায় ১৫ লাখ টাকা। আটকদের জিজ্ঞাসাবাদে জানায়, জব্দকৃত ওষুধগুলো তারা দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। ওষুধগুলোর বিষয়ে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা কোন কাগজপত্র কিংবা কোন সদুত্তর প্রদান করতে পারেনি।

পুলিশ জানায়, তাদের একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র বিভিন্ন সময় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতীয় ওষুধ সামগ্রীসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে বাংলাদেশে নিয়ে এসে দেশের বিভিন্ন প্রান্তে চড়া মূল্যে বিক্রি করে থাকে বলে স্বীকারক্তি দিয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ