৪ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি »

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে খাগড়াছড়ি পৌর টাউন হলের সামনে থেকে বর্ণিল আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি খাগড়াছড়ি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি জেলা অফিসার্স ক্লাবের সামনে এসে র্যালিটি শেষ হয়। পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায়ের আয়োজনে খাগড়াছড়ি অফির্সাস ক্লাবে আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় আহবায়ক সমবায় বিভাগ ও পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর এিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী।

সমবায় দিবসে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা:আহমার উজ্জামান পি পি এম সেবা,খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, জেলা সমবায় অফিসার রত্ন কান্তি রোয়াজা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো:শানে আলম,খাগড়াছড়ি জেলা কাঠব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি তপন কান্তি দে,খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতির সভাপতি মধু সূদন দেবনাথ,খাগড়াছড়ি জেলা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক মো:শওকত উল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী অতিথিদের সাথে নিয়ে বিভিন্ন সময়বায় সমিতির শ্রেষ্ট সমবায়দের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরন করেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন