২৮ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে ৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের এলাকায় বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রকল্পের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি »

পার্বত্য খাগড়াছড়ি জেলার পেরাছড়া ইউনিয়নের ৬টি  পাহাড়ী গ্রামে  বিনামূল্যে পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ সংযোগ ও সম্প্রসারণ প্রকল্পের আওতায়  আড়াই হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগের  উদ্ভোধন করেন উপজাতী শরর্ণাথী বিষয়ক  ট্রান্সর্ফোসের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

শনিবার (১৯ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে ৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠি সম্প্রদায়ের গ্রামে আড়াই হাজার পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

বিনামূল্যে পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ সংযোগ ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রাম গুলো হলো, চেলাছড়া পাড়া, লার্মা পাড়া, পল্টনজয় পাড়া, হাপং পাড়া, খামার পাড়া ও বেলতলী পাড়া।

এসময় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো ছড়িয়ে দেয়া হবে,সেই সাথে  গৃহহীনদেরকে বিনা খরচে গৃহ নির্মাণ করে দেয়া হবে।

পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিসেস এমপি মল্লিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য নীলোৎপল খীসা, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার এবং পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পে-এর সহকারি প্রকৌশলী যতন মানিক চাকমা বক্তব্য রাখেন।

সমাজকর্মী ও শিক্ষক আশাপ্রিয় ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যের সহধর্মীনি মল্লিকা ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. আশুতোষ চাকমা, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দীনময় রোয়াজা, জেলা পরিষদ সদস্য শুভমঙ্গল চাকমা, শতরুপা চাকমা ও খোকনেশ্ববর ত্রিপুরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলার পেড়াছড়া ইউনিয়নের চেলাছড়া গ্রামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।অনুষ্টানে জনপ্রতিনিধি, ৬টি গ্রামের কার্বারী, সহ চাকমা, মার্মা, ত্রিপুরা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন