২৮ অক্টোবর ২০২৫

খাগড়াছড়ি সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত রুপা মল্লিক

জসিম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি »

খাগড়াছড়ি জেলার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা পদকের লড়াইয়ে খাগড়াছড়ির সদর উপজেলার সহকারি শিক্ষিকা প্রতিযোগিদের পেছনে ফেলে খাগড়াছড়ি সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সদর উপজেলার টি এন্ড টি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রূপা মল্লিক রূপু।

মঙ্গলবার (৪ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামছুন্নাহারের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম মতে ৭ সদস্য বিশিষ্ট কমিটি তাকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা বাছাই করেছেন।

বাছাই কমিটি আগ্রহী শিক্ষিকাদের মৌখিক পরীক্ষা নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট শিক্ষকা নির্বাচিত করেন। পরে উপজেলা শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা বাছাই বোর্ডের প্রধান খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. শামছুন্নাহার সকলের কাগজ-পত্র দেখে যাছাই বাছাই করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ পাসের হার, ঝড়ে পড়া শিক্ষার্থী শূন্যে কোটায় নেমে আসা, তথ্যপ্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে বিশেষ অবদান রাখার কারণে শ্রেষ্ট সহকারি শিক্ষক নির্বাচিত ঘোষণা করেন টি এন্ড টি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুপা মল্লিক রুপা।

পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে রূপা মল্লিক রূপুকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

বাছাই কমিটিতে আরও ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এডিন চাকমা, মো. মঞ্জর মোরশেদ, সুবায়ন চাকমা এবং ইউআরসি ইন্সট্রাক্টর রিন্টু কুমার চাকমা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন