১ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে অসহায় শীতার্থদের পাশে লেডিস ক্লাব।

খাগড়াছড়ি প্রতিনিধি  »

খাগড়াছড়ি জেলার লেডিস ক্লাবের উদ্যোগে দুঃস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের খেটে খাওয়া নারী পুরুষ ও বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রায় শতাধিক ত্রিপুরা, চাকমা ও মার্মা সম্প্রদায়ে বিভিন্ন শ্রেণি পেশার জনগণকে এ কম্বল বিতরন করা হয়।

মঙ্গলবার ( ২২ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি লেডিস ক্লাব সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কম্বল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, খাগড়াছড়ি লেডিস ক্লাবের সভাপতি দ্বীপান্নিতা বিশ্বাস।

দ্বীপান্নিতা বিশ্বাস বলেন, ক্লাবের উদ্যেগে জেলার বিভিন্ন গ্রামে অসহায় দরিদ্র শীতার্থদের মাঝে পুরো শীতকাল জুড়ে এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

কম্বল বিতরন অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার,খাগড়াছড়ি নতুনকুড়ি ক্যান্টনমেন্ট স্কুলের প্রধান শিক্ষিকা রুশদিনা আক্তার জাহান’সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আলী উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন