২৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল পিতা-পুত্রের

খাগড়াছড়ি প্রতিনিধি »

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদুং পাড়া এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরোও দুইজন। আহদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের বুদংপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা।

নিহতরা হলেন- জীবন চন্দ্র মজুমদার (৪৮) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার (১০)। ​তারা জেলার মানিকছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিমেন্ট ভর্তি একটি ট্রাক খাগড়াছড়ির দিকে আসার পথে বুদং পাড়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রাকে চালক, হেলপারসহ ভিতরে অপর দুইজনই চাপা পড়ে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রথমে ট্রাক চালক মেহেদিকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তারপর কয়েক ঘণ্টা চেষ্টায় বাকি তিনজনকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তাদের বাবা-ছেলেকে মৃত ঘোষণা করা হয়।

গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছেও বলে জানান তিনি।

আরও পড়ুন