খাগড়াছড়ি প্রতিনিধি»
খাগড়াছড়িতে পরিযায়ী হিমালয়ান গ্রীফন ভালচার প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে বন বিভাগ। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সদর বন বিভাগ রেঞ্জের আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে শকুনটি অবমুক্ত করা হয়। খাগড়াছড়ি সদরের রেঞ্জ কর্মকর্তা বাবু রাম চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগের তথ্য মতে, ২০২১ সালের ৩০ ডিসেম্বর খাগড়াছড়ি সদরের ধর্মপুর ও চার মাইল এলাকা থেকে আহত অবস্থায় দুইটি শকুন উদ্ধার করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে চট্টগ্রামের বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের চিকিৎসকদের পরামর্শে শকুন দুইটির চিকিৎসা চলে। চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জানুয়ারী একটি শকুনের মৃত্যু হয়। আরেকটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় অবমুক্ত করা হয়েছে।

হিমালয়ান গ্রীফন ভালচারটি অবমুক্ত করার সময় খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হিমালয় প্রদেশের আশপাশের বনাঞ্চলে এ প্রজাতির শকুনের দেখা মিলে বলছে বন বিভাগ। পরিযায়ী শ্রেণীর এ প্রাণী শীতকাল শেষে আবার ফিরে যায়।













