খাগড়াছড়ি প্রতিনিধি »
প্রথম বারের মতো খাগড়াছড়িতে প্রমিলা ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প ২০২২ শুরু হয়েছে। দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা খেলাধুলায় নারীদের অংশগ্রহণের প্রশংসা করেন। তারা বলেন, সবক্ষেত্রেই নারীদের পথ চলার সুযোগ করে দিয়েছেন বর্তমান সরকার। খাগড়াছড়িতে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলায় বিস্তার ঘটাতে সকলকে কাজ করার আহবান জানান তারা।
জেলা প্রশাসনের অর্থায়নে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় ১৫ দিনব্যাপী চলবে এ প্রশিক্ষণ ক্যাম্প। এতে ৩০ জন নারী অংশ নিয়েছে।













