খাগড়াছড়ি প্রতিনিধি »
পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ জানুয়ারি) বিকালের দিকে ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউট হল রুমে খাগড়াছড়ি সদর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসন।
পানছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ ও কমলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার রিকল চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাহফুজা মতিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. এরশাদ উল্ল্যা, খাগড়াছড়ি সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, খাগড়াছড়ি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার এস এম মহিউদ্দীনসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসারবৃন্দ।
এসময় খাগড়াছড়ি সদর উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কে এম ইয়াসির আরাফাত উৎসবমূখর পরিবেশে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সকল প্রার্থী আন্তরিকতার সহিত প্রশাসনকে সহযোগিতা করলে একটি শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব। সবাইকে নির্বাচনের আচরণবিধি মেনে চলার পরার্মশ প্রদান করা হয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন সব ব্যবস্থাই গ্রহণ করা হবে বলে জানান তিনি।
খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচ ইউপিতে ৫ জানুয়ারি চেয়ারম্যান পদে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ৪৩ জন, সাধারণ সদস্য ১৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৫ ইউপিতে মোট ভোটার ৪৯ হাজার ২৫৫ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ হাজার ৬৩৭ জন ও মহিলা ২৪ হাজার ৬১৮ জন।













