খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলায় গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। যা একদিনে পাহাড়ী জনপদে সর্বোচ্চ সংক্রমণ। আক্রান্তের হার ৩৩ দশমিক ৯৩ শতাংশ।
খাগড়াছড়ি জেলাতে এখন পর্যন্ত মোট ৩১জন জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ১৭ জনের করোনার উপসর্গ রয়েছে। চলতি মাসে ৪০৫ জনের নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। খাগড়াছড়ি জেলাতে এখন পর্যন্ত ০৮ হাজার ৩০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে এক হাজার ৩০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে করোনা সংক্রমণ বাড়লেও স্থানীয়দের মধ্যে মাস্ক ব্যবহারসহ স্বাস্থবিধি না মানার ক্ষেত্রে অসচেতন হয়ে চলতে দেখা যাচ্ছে। কঠোর লকডাউনের চতুর্থ দিনে খাগড়াছড়িতে ইজিবাইক, রিকশাসহ হালকা যান চলাচল করতে দেখা গেছে। তবে বন্ধ রয়েছে দোকানপাট।
খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ বলেন, গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে জেলাটিতে সর্বোচ্চ সংক্রমণ।
তিনি বলেন, জ্বর, ঠাণ্ডা ও কাশি হলে করোনা পরীক্ষা করাতে হবে। সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চললে করোনা আক্রান্তের হার কমানো সম্ভব হবে, স্বাস্থ্যবিধি মেনে না চললে আক্রান্তের হার কমানো যাবে না।
বাংলাধারা/এফএস/এআর













