খাগড়াছড়ি প্রতিনিধি »
চতুর্থ ধাপে আসন্ন ২৬ ডিসেম্বর খাগড়াছড়ি জেলার মানিকছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করার জন্য তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী (৮, ৯ ও ১০ ডিসেম্বর) প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান।
বুধবার( ৮ডিসেম্বর) সকালের দিকে জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রিজাইটিং অফিসার, সহকারি প্রিজাইটিং, পোলিং অফিসারসহ মোট ৫০জন কর্মকর্তা কর্মচারি এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণ-বিধি প্রতিপালন ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কিত কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছেন খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান।













