খাগড়াছড়ি প্রতিনিধি »
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে খাগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্টিত হয়েছে।
শুক্রবার ৬ ডিসেম্বর, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাগড়াছড়ি অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের নির্বাচন। ২০১৯-২০২২ সালের কার্যকারী কমিটি গঠনের লক্ষ্যে ভাইস চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভাইস চেয়ারম্যান পদে মো:জসিম উদ্দিন মজুমদার ৩৮৭ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রার্থী চৌধুরী আতাউর রহমান রানা ২৬৩ ভোট পেয়েছেন।
সাধারন সম্পাদক পদে মো:শানে আলম ৩০২ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রার্থী মো:ইব্রাহিম খলিল ২০১২ ভোট পেয়েছেন
নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট জসিম উদ্দিন মজুমদার ও চৌধুরী আতাউর রহমান রানা প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাধারণ সম্পাদক পদে শানে আলম, আজিম উল হক, কানন আর্চায্য, আব্দুল মজিদ,নুরুল আযম, ইব্রাহিম খলিল।
নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জিতেন বড়ুয়া,ধীমান খীসা,জ্ঞান রঞ্জন এিপুরা,দুলাল হোসেন, খোরশেদ আলম,কণিস্ক খীসা, শহিদুল ইসলাম, মো: জসিম উদ্দিন,।
নির্বাচিত সদস্যরা হলেন, ১.মো:জসিম উদ্দিন ২.মো:দুলাল হোসেন,৩. ধীমান খীসা, ৪.শহিদুল ইসলাম, ৫.জিতেন বড়ুয়া
এ নির্বাচনকে ঘিরে সুশীল সমাজের আগ্রহ লক্ষণীয়। অন্যান্য বারের চেয়ে এবার প্রার্থীরা বেশী প্রচারণা চালিয়েছেন বলে জানিয়েছেন অনেক ভোটার।
মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামছুল হক সহ কয়েকজন ভোটার জানান, এবারে অনেক প্রার্থী আমাদের কাছে এসেছেন। তরুণ প্রার্থী বেশী দেখা যাচ্ছে। রেড ক্রিসেন্ট যেহেতু সামাজিক সংগঠন সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তারুণ্যের নেতৃত্ব দরকার বলে জানান কেউ কেউ। স্বশরীরে গিয়েও কান্ত নয় অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা।
প্রসঙ্গত, খাগড়াছড়ি রেডক্রিসেন্ট সোসাইটির মোট ভোটার সংখ্যা ৮৮১ জন(আজীবন ও বার্ষিক)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এম রাশেদুল হক। নির্বাচন কমিশনার মো:জহিরুল ইসলাম,প্রিজাডিং অফিসার মো:জাকির হোসেন, নির্বাচন কমিশনার সচিব আব্দুল গনি মজুমদার।
প্রধান নির্বাচন কমিশনার এম রাশেদুল হক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, সাধারন সম্পাদক, সদস্যদের বিজয়ীদের নাম ঘোষনা করেন।
বাংলাধারা/এফএস/টিএম
				












