মো. মফিজুল ইসলাম ,খাগড়াছড়ি প্রতিনিধি »
ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ ম্যারাথনের আয়োজন করা হয়। সকালে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় তিনি বলেন, আকাবাকা পাহাড়ি পথে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতীকি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা পাহাড়ি-বাঙ্গালির মাঝে সম্প্রীতির ক্ষেত্রে এক নতুন মাত্রা যােগ করবে।
পরে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শুরু হয়ে হাতিয়াপাড়া মােড় ঘুরে পুনরায় মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয় ম্যারাথন প্রতিযোগিতা। এতে পাহাড়ী-বাঙ্গালী অন্তত ৫ শতাধিক প্রতিযোগি স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। প্রধান অতিথি ম্যারাথন শেষে প্রথম দশজন বিজয়ীর হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে গুইমারা রিজয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মােহাম্মদ মােয়াজ্জেম হােসেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মােঃ মােহসীন হাসান, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, মেয়র মোঃ শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এআই