৪ নভেম্বর ২০২৫

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একশিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি »   

খাগড়াছড়ি জেলার অফিস কলোনী এলাকায় সড়ক দুর্ঘটনায় রোকসানা আকতার রাফি নামে (২০ মাস বয়সী) এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অফিস কলোনী এলাকায় ঘনবসতিপূর্ণ হওয়ায় বেশিরভাগ শিশুই সড়কের ওপর খেলাধুলা করে। সকালে অন্য শিশুদের সঙ্গে রাফিও খেলা করছিল। এসময় একটি গাড়ি মোড় ঘোরানোর সময় তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা আধুুুুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, রাফির বাবা বাদল মিয়া তিনি মাস দুয়েক আগে বরিশাল থেকে খাগড়াছড়ি অফিস কলোনী এলাকায় বাসা ভাড়া নেন। রাফির বাবা একজন চটপটি বিক্রেতা।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন