খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২২ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাই শেষে রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো: রাজ আহমেদ এ ঘোষনা দেন।
বৈধতাপ্রাপ্তরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো: রফিকুল আলম (বর্তমান মেয়র), বিএনপির প্রার্থী ইব্রাহিম খলিল ও জাতীয় পাটির ফিরোজ আহমেদ।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারন কাউন্সিলর পদেরও মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।
সূত্র জানায়, খাগড়াছড়ি পৌরসভায় মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে এবং প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্ধ ৩০ ডিসেম্বর।
খাগড়াছড়ি পৌরসভায় মোট ভোটার ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩৫১ জন ও নারী ভোটার ১৬ হাজার ৭শ৩৬।খাগড়াছড়ি পৌরসভায় ভোট কেন্দ্র ১৮টি আর বুথ ১০৯টি।
বাংলাধারা/এফএস/এইচএফ













