২৪ অক্টোবর ২০২৫

খাতুনগঞ্জে কীটনাশকের বিষক্রিয়ায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে একটি গুদামে কীটনাশক ব্যবহারের ফলে বিষক্রিয়ায় মোহাম্মদ মাসুদ (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাতে নবী সুপার মার্কেটের এম এস ইউনিভার্সেল অ্যাগ্রো করপোরেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুদামটি এলাচ সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। পণ্য পুরোনো হয়ে গেলে পোকার আক্রমণ ঠেকাতে সেখানে কীটনাশক প্রয়োগ করা হয়। নিয়ম অনুযায়ী, কীটনাশক ব্যবহারের পর গুদাম তিন দিন বন্ধ রাখা প্রয়োজন। তবে শ্রমিকরা অসাবধানতাবশত সেখানে প্রবেশ করলে বিষক্রিয়ার শিকার হন।

অসুস্থ শ্রমিকদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মোহাম্মদ মাসুদ মারা যান। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনার পর শনিবার সকালে খাতুনগঞ্জে শ্রমিকরা বিক্ষোভ করে দোষীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এম এস ইউনিভার্সেল অ্যাগ্রো করপোরেশনের মালিক সালাহ উদ্দিন টিপু এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তবে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান জানান, কীটনাশক প্রয়োগের পর যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, “শ্রমিকের মৃত্যু ডায়রিয়াজনিত কারণে হয়েছে বলে আমাদের জানানো হয়েছে, তাই পুলিশি মামলা হয়নি। বিষয়টি তাদের নিজেদের মধ্যে মীমাংসা হয়েছে।”

এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী নেতাদের মাধ্যমে সমঝোতা হয়েছে বলে জানা গেছে। তবে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

আরও পড়ুন