৯ নভেম্বর ২০২৫

খাতুনগঞ্জে নিহত শ্রমিকের পরিবারকে শিক্ষা উপমন্ত্রীর আর্থিক সহায়তা

বাংলাধারা প্রতিবেদক »

খাতুনগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত শ্রমিক মাসুদ মাঝির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম-৯ কোতোয়ালী, বাকলিয়া আসনের সাংসদ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নিহত শ্রমিক মাসুদ মাঝির সন্তান বাবুলের হাতে শিক্ষা মন্ত্রীর পক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব শ্রমিক নেতা আবুল হোসেন আবু।

এসময় উপস্থিত ছিলেন খাতুনগঞ্জ আড়ৎদার সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ নেতা সাবের আহমদ, জামাল উদ্দীন লিটন, মো. ইব্রাহিম, মো. কাশেম মাঝি, মো. নাসির উদ্দীন, সমীরুল ইসলাম তুহিন, মো. আলী হোসেন, অলি আহমদ, মো. বাবুল মিয়া, সিরাজুল ইসলাম, কালাম, কাদের, মো. সালাম, মনির প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মাসুদ মাঝি গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি হলে ১৮ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আর্থিক সহায়তা প্রদানকালে শ্রমিক নেতৃবৃন্দ নিহত মাসুদ মাঝির পরিবারের পাশে স্থানীয় ব্যবসায়ীসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন