বাংলাধারা ডেস্ক »
নগরীর খাতুনগঞ্জে ডালের বস্তা চাপা পড়ে মো. সুলতান (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সুলতানের গ্রামের বাড়ি চকরিয়ার পেকুয়া উপজেলায়।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় ১০ হাজারের অধিক শ্রমিক কাজ করেন। কিন্তু এখানে কোন হাসপাতাল নেই। এমনকি প্রাথমিক চিকিৎসা দেয়ার সুযোগও নেই। আজ যে শ্রমিকের মৃত্যু হয়েছে, ঘটনার সাথে সাথে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া গেলে হয়তো তিনি বেঁচে যেতেন। যানজট পেরিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে যে সময় লেগেছে ততক্ষণে তার মৃত্যু ঘটেছে।’ এই শ্রমঘন এলাকায় অবিলম্বে একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান তিনি।













