১৬ ডিসেম্বর ২০২৫

খাতুনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নির্মাণ শ্রমিকের নাম মো. ইউনুছ (২৪) ।

রোববার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার খাতুনগঞ্জ এলাকার আমিন হাজী রোডের এ ঘটনা ঘটে।

নিহত মো. ইউনুছ রাউজান উপজেলার কমলবতি চৌধুরী বাড়ির বাদশা মিয়ার ছেলে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের সহকর্মী মো. ইরফান বলেন, খাতুনগঞ্জে পুরাতন একটি ভবনের তিন তলায় ছয়জন নির্মাণ শ্রমিক কাজ করছিলাম। ইউনুছ তিন তলা থেকে চার তলায় উঠছিল। এসময় একটি বড় করে আওয়াজ শুনে উপরে উঠে দেখি ইউনুছ তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। তারটি সরিয়ে নেওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসি।

চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রুত বড়ুয়া জানান, খাতুনগঞ্জ থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়া এক নির্মাণ শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ