৯ ডিসেম্বর ২০২৫

খানাখন্দে ভরা লোহাগাড়া মহাসড়কে ঝুঁকি নিয়ে চলাচল

লোহাগাড়া প্রতিনিধি »

সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে ভরে যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার বিভিন্ন অংশ।বৃষ্টি কমলে নিম্নমানের বিটুমিন দিয়ে দায়সারা সংস্কার পরে বৃষ্টি হলে আবারও একইরূপ ধারন করে। সর্বশেষ গত কয়েকদিনের বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশজুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এইসব গর্তের কারণে যানবাহন চলাচল করছে এঁকেবেঁকে।ফলে যেকোনো মুহুর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।এতে করে গাড়িতে থাকা যাত্রীরা যেমন জীবন ঝুঁকিতে রয়েছে তেমনই পথচারীরাও।

বুধবার (২৬ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, এই উপজেলার সবচেয়ে ঝুকিপূর্ণ মোড় চুনতি মিঠার দোকান এলাকা।যেখানে প্রায়সময় সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এ মোড়ের উভয়পাশে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। যার কারণে ঝুকিপূর্ণ মোড়েও যানবাহন চলাচল করছে এঁকেবেঁকে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।শুধু তাই নয় উপজেলার পদুয়া থেকে শুরু হয়ে চুনতি পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশজুড়ে শত শত গর্তের সৃষ্টি হয়েছে। অপরদিকে গর্ত হয়ে যানবাহন যাওয়ার সময় জমে থাকা কাদা পানি পথচারীদের ভিজিয়ে তাদের বিষিয়ে তুলছে।

জাহেদ নামে এক পথচারী বলেন, দিনে যেমন তেমন রাত হলেই মোটরসাইকেল নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করা কষ্টকর। গর্তের আকার বুঝাই মুশকিল। বেশ কয়েকবার গর্তে পড়ে দুর্ঘটনার শিকারও হয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন চালক জানান, সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ভোগের শেষ নেই।সড়ক সংস্কার করলেও বেশিদিন ভালো থাকে না। দেখা যায় সড়কে আবারও গর্ত।

এ প্রসঙ্গে জানতে চাইলে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, সড়ক সংস্কারের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সব গর্ত ভরাট করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ