বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের হালিশহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে চৌচালা বীচ এলাকায় বড়পোলগামী রাস্তার মুখে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আউটার রিং রোড দিয়ে নেমে বড়পোল রোড যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। ট্রাক চালক সম্পূর্ণ সুস্থ আছেন। রাস্তাটি অনেক দিন যাবত খানাখন্দে ভরা। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় কাদামিশ্রিত হয়ে পিচ্ছিল হয়ে ছিল। তাই এ দুর্ঘটনা ঘটেছে।
হালিশহর থানার উপ সহকারী পরিদর্শক আমিনুল হক বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ কাভার্ডভ্যানটি উল্টে যায়। চালকের কোন সমস্যা হয়নি। আমরা এইমাত্র (সাড়ে ৪টা) স্থানীয়রা সহ মিলে গাড়িটি তুলি।’
বাংলাধারা/আরএইচআর













