বাংলাধারা ডেস্ক »
খালেদা জিয়াকে বন্দি রেখে তার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাদের কথাবার্তাতে তেমনটাই মনে হচ্ছে বলে জানান তিনি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় হাছান মাহমুদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে চলছে। এটা অনেকে না দেখার ভান করে চলেন। যারা না দেখার ভান করে চলেন, তাদের রাজনীতি খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে আটকে আছে। তাদের রাজনীতি শুধু খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের ভুলত্রুটিগুলো তুলে ধরে সমালোচনা করবে বিরোধী দল। গঠনমুলক সমালোচনার মাধ্যমে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাহায্য করবে। তা না করে তাদের রাজনীতি শুধু খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে আটকে আছে।
তিনি বলেন, বিএনপির মহাসচিব বলেছেন- তিনি খালেদা জিয়ার প্যারোলের কথা বলেননি। অথচ পত্র-পত্রিকায় দেখা গেল আবার তার পরিবার থেকে প্যারোলের কথা বলা হচ্ছে। যদিও এখনও কোনও আবেদন পড়েনি।
ড. হাছান মাহমুদ বলেন, গত ১১ থেকে ১২ বছরে বিএনপির রাজনীতি ছিল- জ্বালাও-পোড়াও। সেটা যদি না করতো, তাহলে বাংলাদেশে আরও অনেক উন্নত হতো।বাংলাদেশ থেকে সব অপশক্তি ও অপরাজনীতিকে দূর করাই মুজিববর্ষের অঙ্গীকার হবে বলে জানান তথ্যমন্ত্রী।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা জার্নালিস্ট অ্যাসসিয়েশনের সভাপতি জহিরুল আলমসহ অনেকে।
বাংলাধারা/এফএস/টিএম













