২৪ অক্টোবর ২০২৫

খালে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, অর্ধ লাখ টাকা জরিমানা গুনল বনফুল ডেইরি

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়া খালে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল ডেইরিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ জুলাই) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মোমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়।

জানা যায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ের সিন্ধান্ত অনুযায়ী এই অভিযান পরিচালিত হয়। বনফুল ছাড়াও উপজেলা সদরে সা’দ মুছা ইন্ডাস্ট্রিতেও পরিদর্শনে যান ভ্রাম্যমাণ আদালত। তবে সেখানে কোনো ধরণের পরিবেশ ক্ষতিকর দ্রব্য না পাওয়ায় কোনো জরিমানা করা হয়নি।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মোমিন জানান, এলকাবাসীর অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সৈয়দ কুচাইয়া খালে বনফুলের ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন