২৩ অক্টোবর ২০২৫

খালে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার অপরাধে এক পোলট্রি খামারিকে এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

সোমবার ( ৩১ জুলাই) বিকেলে উপজেলার ওচমানপুর ইউনিয়নের লোহারপুল এলাকায় ইমন পোল্ট্রি ফার্মের মালিক নুরুল আলমকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেয়া হয়।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ইমন পোল্ট্রি পাশ্ববর্তি খালে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করে আসছিলো। সোমবার সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পোল্ট্রি খামারি সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন