মিরসরাইয়ে খাল পাড়ে একটি সদ্য নবজাতক শিশু পাওয়া গেছে। শনিবার (৩০ মে) ভোরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের খাল পাড় এলাকায় সদ্য ভূমিষ্ঠ একটি ছেলে সন্তান রেখে যায় কে বা কারা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পূর্ব মায়ানী খাল পাড় এলাকায় মো. মোস্তফা নামের এক কৃষক বাচ্চার কান্নার শব্দ পেয়ে খুঁজতে শুরু করেন। পরে খাল পাড়ে শরীরে তোয়ালে মোড়ানো একটি সদ্য নবজাতক কান্নারত অবস্থায় দেখতে পেয়ে তিনি উদ্ধার করে স্থানীয় মুজিবুল হকের কাছে নিয়ে যান। পরে এলাকায় জানাজানি হলে সবাই এগিয়ে আসেন।
পরবর্তীতে এলাকার মানুষের সম্মতিতে খোরশেদ আলম নামের একজন নিঃসন্তান পরিবারের হাতে নবজাতকটি তুলে দেন। বর্তমানে নবজাতকটি তার তত্ত্বাবধানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাংলাদেশ আম্পুচি ফুটবল দলের খেলোয়াড় মো. শাহাব উদ্দিন বলেন, “আজ ভোরে নবজাতকটি এলাকার মোস্তফা চাচা পেয়ে আমার আব্বুর কাছে নিয়ে আসেন। আমরা বাচ্চাটিকে তাৎক্ষণিক যত্ন নিই। আব্বু এলাকার মানুষকে জানালে সবাই এগিয়ে আসে।
পরবর্তীতে সবার সিদ্ধান্ত অনুযায়ী খোরশেদ আলম নামের নিঃসন্তান স্থানীয় এক ব্যবসায়ীর পরিবারের হাতে তুলে দেন।”
তিনি বলেন, “বাচ্চাটি নেওয়ার জন্য অন্তত ৫ থেকে ৬টি পরিবার আমার আব্বুর কাছে আসেন। অথচ পাষণ্ড মা-বাবা আজ নিজের ভূমিষ্ঠ সন্তানকে খাল পাড়ে রেখে চলে যান। এ কেমন মা, এ কেমন নিষ্ঠুর পৃথিবী! আমার বিশ্বাস, এই ছেলেটি সঠিক যত্ন পেলে একদিন পুরো এলাকা আলোকিত করবে।”