৩০ অক্টোবর ২০২৫

‘খুন’

ওয়ারদি নাওয়াল আতিকা »
 

আরও হাজারটা খুন হোক
রক্তপাতহীন খুনে দাফন হোক মৃত বিবেকের
একটা খুনি জন্ম নেওয়া দরকার এ সময়ে
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশের বিবেকহীন মানব চত্বরে লাশের মিছিল চাই না আর
শুধু একজন খুনিকে চাই।

এ দেশ, প্রশাসন সব খুন হয়ে যাক তার হাতে
এ মানচিত্র খুনে খুনে ভরে যাক ধর্ষকের বিচারে
বিবেকহীন মানবের ঐ পাষণ্ড মনের ভয় খুন করে দিক সে,

খুন করে দিক বিচারহীন কাঠগড়াকে
পরিচিত দেশের অপরিচিত নিষ্ঠুর রূপকে খুন করুক সে,

বিচারহীনতায় পড়ে থাকা আদালত-
নীতিহীন সংবিধান খুন হয়ে যাক
আমি একজন খুনিকে চাই এসময়ে।

এই ভূখণ্ডে লালসালুদের চোখ ঝলসে দিতে,
জালিমের শরীর জ্বালিয়ে দিতে দানব রূপে নেমে আসুক সে,

১৭কোটি জনতার নীরবতাকে খুন করে দিক
নির্বাক চাহনি, আর লাশের তামাশা খুন হয়ে যাক
একটা হাত উঠে আসুক ‘৭১ এর রাজপথ হতে
‘৫২ এর ইতিহাস হতে।

বিশ্বস্ততা আর সত্য সংগ্রাম নিয়ে
অস্তিত্বহীন মৃত বিবেকের সৎকার করে দিতে
জন্ম নিক একজন খুনির।

খুন করে দিক ধর্ষিত এই দেশটিকে
আর একটা খুনে বদলে যাক একটা মানচিত্র
যার ‘পর আমার মেয়ের, বোনের রক্তের দাগ লেগে আছে।

আমার মায়ের আর্তনাদে আকাশ বাতাসও কেঁদে উঠেছে,
একটা কবর, মর্গঘর, লাশের টেবিল মিথ্যে বিচারে ভারী হয়েছে,
সব জুলুমের হিসাব নিকাশ চুকিয়ে দিতে একটা খুনি চাই;

এমন জাতির পাপগুলো সব মিটিয়ে দিতে-
এ সময়ে আর কিছু নয়
এমন একজন সত্য খুনি-ই চাই।

আরও পড়ুন