বিপিএলের এবারের আসরে আজকের ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৫ উইকেটে হারলো খুলনা টাইগার্স। ফলে দ্বিতীয় দল হিসেবে বিপিএল থেকে বিদায় নিলো খুলনা। অন্যদিকে, দুই ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বরিশাল।
শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে খুলনা টাইগার্স তোলে ৫ উইকেটে ১৮৭ রান। জবাবে, বরিশাল ৫ বল এবং ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়।
বরিশালের এই জয়ে সবচেয়ে বড় অবদান ডেভিড মালানের, যিনি মাত্র ৩৭ বলে ঝোড়ো ৬৩ রান করেন। তামিম ইকবালও দলকে এগিয়ে নেন ২৫ বলে ২৭ রানের ইনিংসে। অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিম করেন ২৪ রান করে।
শেষদিকে, ফাহিম আশরাফের ৬ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংস এবং মোহাম্মদ নবি’র ১০ বলে ১৫ রান বরিশালের জয়ে বড় ভূমিকা রাখে।
এই জয়ের মাধ্যমে বরিশাল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে, যা তাদের কোয়ালিফায়ারে খেলার সুযোগ করে দিয়েছে। অন্যদিকে, ব্যর্থতার বৃত্তে থেকে খুলনা টাইগার্স এবারের বিপিএল থেকে বিদায় নিলো।













