বাংলাধারা প্রতিবেদন»
মানবিক ওসি হিসেবে পরিচিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় এক দশকের সিএমপি অধ্যায় শেষ হয়ে গেল ‘হ্যালো ওসি’র জনক মহসীনের।
বুধবার (১৮ আগস্ট) পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) পার্সোনেল ম্যানেজমেন্ট-২) শাহজাদা মো.আসাদুজ্জামান স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়েছে। তাকে আগামী ২৫ আগস্টের মধ্যে সিএমপি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই আদেশে।
ওসি মহসীন চট্টগ্রামের বাকলিয়া, বায়েজিদ, কোতোয়ালী ও ডবলমুরিংয়ের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি এসআই পদে সিএমপির ডিবিসহ নানা থানায় কাজ করেছেন। সাহিসকতা ও সেবামূলক কাজের জন্য মহসীন দুইবার পিপিএম, একবার আইজিপি ব্যাচ ও পুলিশ উইমেন অ্যাওয়ার্ড পেয়েছেন।
বাংলাধারা/এফএস/এফএস













