বাংলাধারা প্রতিবেদন »
নগরীর খুলশী থানার দুই নম্বর গেট এলাকায় বেবি সুপার মার্কেটের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় ১০ বছর বয়সী এক পথশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। খুলশী থানার পুলিশর উপ-পরিদর্শক নুরুল আবছার বলেন, ট্রাকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে আটক করা যায়নি।
ওই পথশিশুর পরিচয় পাওয়া যায়নি। আমরা শিশুটির মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ
 
				












