চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় দিনদুপুরে সাংবাদিক পরিচয়ে একটি বাসায় ঢুকে এক বৃদ্ধা গৃহকর্ত্রী ও তার গৃহকর্মীদের জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি চালিয়েছে একদল দুর্বৃত্ত। তারা বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ সদ্য কেনা একটি টয়োটা করোলা গাড়ি লুট করে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে, তবে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, প্রায় ১২–১৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাংবাদিক পরিচয়ে ওই ভবনে প্রবেশ করে। তারা বাসার মালিক আমিনা আহমেদের খোঁজ চায়। এরপর জোরপূর্বক বাসায় ঢুকে প্রথমেই সবার মোবাইল ফোন কেড়ে নেয় এবং বলে, বাসায় অবৈধ কিছু আছে তল্লাশি করা হবে।
এ সময় তারা বাসার সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে নেয়। একপর্যায়ে গৃহকর্মীকে নিচে নামিয়ে এনে বলে, বাসার নিচে থাকা নতুন কেনা টয়োটা করোলা গাড়ি তল্লাশি করতে হবে। এরপর গাড়ির চাবি কেড়ে নিয়ে গাড়িটি ও লুট করা জিনিসপত্রসহ দ্রুত পালিয়ে যায় তারা।
উপকমিশনার আরও জানান, জুমার নামাজের সময় ভবনটি পুরুষশূন্য ছিল। গৃহকর্ত্রীর সন্তানরা বিদেশে অবস্থান করছেন, ফলে তিনি গৃহকর্মীদের সঙ্গেই থাকতেন।
ঘটনার পর খুলশী থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্তে তদন্ত চলছে।