২৪ অক্টোবর ২০২৫

খুলশীতে পুলিশের অভিযানে আবাসিক হোটেল থেকে ১৪ জন গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার বিশেষ অভিযানে ফয়েজলেক এলাকার দুটি আবাসিক হোটেল থেকে অশ্লীল কার্যকলাপের অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ মে) রাত ৮টা ৩০ মিনিটে খুলশী থানাধীন রূপসী বাংলা ও প্রিন্স আবাসিক হোটেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১১ জন নারী ও ৩ জন পুরুষকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের আদালতে প্রেরণ করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “জনশৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুন