বাংলাধারা ডেস্ক »
চট্টগ্রাম নগরীর খুলশীতে ইন্টারনেটের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিমুল (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঝাউতলা রেল লাইনের পাশে ঘটনাটি ঘটে।
নিহত শিমুল আকবরশাহ থানার কৈবল্যধাম আশ্রম এলাকার বাসিন্দা। তিনি এম্পাওয়ারিং নেট নামে ওয়াইফাই সংযোগকারী একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
জানা যায়, ঝাউতলা রেল লাইনের পাশে ওয়াইফাই সংযোগ এর কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনে হাত লাগলে তিনি নিচে পড়ে যান শিমুল। অবচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, শিমুল বিদ্যুৎস্পৃষ্টের কারণে অবচেতন অবস্থায় মাটিতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।













