২৪ অক্টোবর ২০২৫

খুলশী থানায় শেখ হাসিনা , ওবায়দুল কাদের ও নওফেলসহ ১৬৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও সাধারণ মানুষের ওপর হত্যাচেষ্টার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়ীদের নামসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছর ৫ আগস্ট ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়, যাতে বাদীর একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়।

মঙ্গলবার (১৮ জুন) চট্টগ্রামের খুলশী থানায় মামলাটি দায়ের করেন সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ। তিনি ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার আল আমিন হাউজিং সোসাইটির বাসিন্দা।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট নগরের ওয়াসা মোড়ে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘হত্যার উদ্দেশ্যে’ আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। এতে ছররা গুলি লেগে মাথা, মুখ, পা ও চোখে গুরুতর আহত হন এমদাদ। চিকিৎসা শেষে তার ডান চোখের দৃষ্টিশক্তি ফিরে আসেনি বলে দাবি করা হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সাংসদ এম এ মোতালেব, নজিবুল বশর মাইজভাণ্ডারী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী, এবিএম ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, এম মনজুর আলম, সাবেক কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, বিজয় কিষাণ চৌধুরী, মোবারক আলী, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ, হামীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান ও তার ছেলে আমির হোসেন সোহেল, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুল আলম ও তার মেয়ে রাইসা মাহবুব, জিপিএইচ ইস্পাতের এমডি আলমাস শিমুল, সাংবাদিক রফিকুল বাহার, হামিদ উল্লাহ, মো. মহিউদ্দিন ও মাসুদুল হক।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “মামলাটি গ্রহণ করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখবে বিষয়টি।”

উল্লেখ্য, চলতি বছর জুলাই মাসে ‘গণ-অভ্যুত্থান’ পরবর্তী ঘটনায় চট্টগ্রামে এখন পর্যন্ত ১৪৮টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে এটি অন্যতম আলোচিত একটি।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন