বাংলাধারা প্রতিবেদন »
মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম নগরীর খুলশী থানা ছাত্রলীগ।
শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা আবু বক্করের নেতৃত্বে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মহানগর ছাত্রলীগের নির্দেশনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
এ প্রসঙ্গে খুলশী থানা ছাত্রনেতা সাইফুল ইসলাম সাগর বলেন, মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। পরিবেশ বাঁচাতে আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে। ১৩ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করেছি।
উল্লেখ্য, বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রনেতা ইমাম হোসেন রিদয়, ১৩নং ওয়ার্ড ছাত্রনেতা নাদিম, সজল, শাহিন, রাজু, রাব্বি, আলিফ আকাশসহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













