বাংলাধারা প্রতিবেদন»
নগরীর বহদ্দারহাটে এমএ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটগামী র্যাম্পটি খুলে দেওয়া হয়েছে। রোববার (৭ নভেম্বর) দুপুরে ফ্লাইওভারটি খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।
তিনি বলেন, মেয়রের নির্দেশে দুপুরে এই ফ্লাইওভারের বন্ধ থাকা অংশটি খুলে দেওয়া হয়। এর আগে বিভিন্ন সংস্থা একাধিকবার পরিদর্শন শেষে ফ্লাইওভারটি ঝুঁকিমুক্ত বলে ঘোষণা দেয়। তাই ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে অভিযোগ করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান।
তিনি বলেন, ফাটল দেখার পর আমরা যান চলাচল বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ফ্লাইওভার খুলেও দেওয়া হচ্ছে, অথচ আমাকে অবগত করা হয়নি। এখানে ট্রাফিকের একটি বিষয় আছে। কোনো কিছু না জানলে পুলিশ কিভাবে ব্যবস্থা নিবে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে এম এ মান্নান ফ্লাইওভারের (বহদ্দারহাট ফ্লাইওভার) আরাকান সড়কমুখী র্যাম্পের একটি পিলারে ফাটল দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল হলে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পরে ২৭ অক্টোবর ফ্লাইওভার নির্মাণকারী কোম্পানি ম্যাক্স ইন্টারন্যাশনাল এবং পরামর্শক প্রতিষ্ঠান ডিজাইন প্ল্যানিং অ্যান্ড কনসাইনমেন্ট (ডিপিএম) কর্মকর্তারা তাদের পরিদর্শনে এসে পিলারে ফাটল নেই বলে জানান।
বাংলাধারা/এফএস/এফএস













