বাংলাধারা প্রতিবেদন »
নগরীর রৌফাবাদ এলাকার শীতল ঝর্ণাতে খেলতে গিয়ে ভেসে গেল কিশোর। নিখোঁজ কিশোরের নাম সাজ্জাদ হোসেন শিপন (১৬)।
বুধবার (১০ জুলাই) দুপুর ২ টায় রৌফাবাদ এলাকার শীতল ঝর্ণাতে পড়ে নিখোঁজ হয়েছে ওই কিশোর। সাজ্জাদ হোসেন শিপন রৌফাবাদ এলাকার চাঁন মিয়ার ছেলে।
নিখোঁজ কিশোরের স্বজন মমতাজ বেগম জানান, শিপন তার বন্ধুদের সাথে খেলছিল। এ সময় তার বন্ধুরাসহ পানিতে লাফ দেয়। কিন্তু পানির স্রোতের কারণে সে আর পানি থেকে উঠতে পারে নি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ফায়ার লিডার শাহীদ রহমান জানান, ঘটনাটি শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাই। প্রায় তিন থেকে চার কিলোমিটার খোঁজার পরও আমরা কোন সন্ধান পায়নি। কালুরঘাট ফায়ার সার্ভিসও উদ্ধার কাজে অংশগ্রহণ করে। কিন্তু তারাও কোন সন্ধান পায়নি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













