২৫ অক্টোবর ২০২৫

গণসংবর্ধনায় সিক্ত হলেন ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন বলেছেন, বিগত ২০০৮ সাল থেকে আজ ২০২২ সাল পর্যন্ত এই চৌদ্দ বছর ক্ষমতায় সরকার। এই সময়ে আমরা দেখতে পেয়েছি সরকারের উন্নয়ন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন— বাংলাদেশ মধ্য আয়ের দেশ হবে। এখন মধ্য আয়ের দেশ নয় বরং উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। আর এটি সম্ভব হয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে।

তিনি বলেন, এদেশের দৃশ্যমান যত উন্নয়ন তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা সক্রিয় হয়ে উঠছে— উল্লেখ করে তাদের প্রতিহত করার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আবদুস সবুর লিটন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হওয়ায় আব্দুস সবুর লিটনকে গণসংবর্ধনা দিয়েছে ২৫ নম্বর ওয়ার্ডবাসী। মঙ্গলবার বিকালে নিজ এলাকা রামপুরা বৌবাজার দুলহান কমিউনিটি সেন্টারে গণসংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র এসব কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি তার সকল প্রাপ্তি ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডবাসীকে উৎসর্গ করেন এবং রামপুরাবাসীকে ধন্যবাদ জানান।

অন্যদিকে অতিথিরা আব্দুস সবুর লিটন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়ায় উচ্ছাস প্রকাশ করেন। গণসংবর্ধনা কালে ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

২৫ নম্বর রামপুরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সভাপতিত্বে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর হুরে আরা বিউটি, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন