৩০ অক্টোবর ২০২৫

ব্যস্ত মেয়র প্রার্থী রেজাউল; গনসংযোগের তালিকা প্রকাশ

বাংলাধারা প্রতিবেদন »  

আসছে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। গতকাল সম্পন্ন হয়েছে প্রতীক বরাদ্দের কাজ। ছাপাখানায়ও পড়েছে পোস্টার বানানোর ধুম। আর প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এদিকে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। প্রতিদিন ২-৩টি করে ওয়ার্ডের তালিকা করে ব্যাপক গণসংযোগ করছেন তিনি।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির প্রথম দিনে পাথরঘাটা, বকশিরহাট ও দেওয়ান বাজার ওয়ার্ডে গণসংযোগ করেছেন। মঙ্গলবার (১০ মার্চ) তিনি দক্ষিণ পতেঙ্গা, উত্তর পতেঙ্গা দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগ করবেন। বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সোমবার হজরত আমানত খান (র.) মাজার জেয়ারত করে আশপাশের এলাকায় গণসংযোগ করেন। মঙ্গলবার তিনি গণসংযোগ করবেন দক্ষিণ পাহাড়তলী, জালালাবাদ ও পাঁচলাইশ ওয়ার্ডে।

এম রেজাউল করিম চৌধুরী বলেন, প্রতিদিন ২-৩টি ওয়ার্ডে গণসংযোগ করবো আমি। সোমবার (০৯ মার্চ) তিনটি ওয়ার্ডে হেঁটেই গণসংযোগ করেছি। ভোটারদের উদ্দেশে আমি বলছি-সম্মিলিত প্রচেষ্টায় পরিকল্পিত নগর গড়ে তুলতে নৌকায় ভোট দিন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিমের ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির তালিকা

তিনি জানান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা এসে নৌকার সমর্থনে সভা করেছে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রচারণায় নেমেছে। প্রগতিশীল পেশাজীবী সংগঠনগুলোও নৌকার পক্ষে ব্যাপক কাজ করছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিমের ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির তালিকা

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন