২৯ অক্টোবর ২০২৫

গত দুইদিনে করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের ২০ চিকিৎসক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত দুইদিনে আরও ২০ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্ত হলেন ২০৭ জন চিকিৎসক। শনিবার (২০ জুন) ৫ জন ও শুক্রবার (১৯ জুন) ১৫ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা যায়, দুইদিনে যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের সেবা দিয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রামে ২০৭ জনের বেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়াও চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ জন চিকিৎসক এবং উপসর্গ নিয়ে আরও ৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ বুধবার (১৭ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে করোনা উপসর্গ নিয়ে মারা যান ডা. নুরুল হক। এর আগে ১৪ জুন শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ডা. সাদেকুর রহমানের মৃত্যু হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন