বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পাঁচ চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও এক উপজেলার জনপ্রতিনিধিও রয়েছেন।
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ৯৮৫ জনে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, চট্টগ্রামের দুটি ল্যাব ও কক্সবাজারের একটি ল্যাবে সর্বমোট ৪০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
যাতে সর্বমোট ১১৮ জন শনাক্ত হয়েছে। যাদের মধ্যে উপজেলার ২৭ জন এবং নগরীর বিভিন্ন এলাকার ৯১ জন রয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম













