২৫ অক্টোবর ২০২৫

গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু; নতুন করে শনাক্ত ৪৬ জন

খাগড়াছড়ি প্রতিনিধি»

পাহাড়ি জেলা খাগড়াছড়িতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮৮ জনের নমুনা পরীক্ষায় পাওয়া গেছে এ শনাক্তের সংখ্যা। সনাক্তের হারে ৫২ শতাংশে দাঁড়িয়েছে। যা চলতি মাসে এটিই সর্বোচ্চ।

জেলা সদর হাসপাতালের তথ্যে মতে, প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে নারী-পুরুষ মিলে ১০ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি মাসে এ পর্যন্ত ৯৮১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৬৫ জন করোনায় আক্রান্ত পাওয়া গেছে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।

এদিকে, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি উপেক্ষিত এখনো। হোটেল-রেস্টুরেন্টে দেদারছে চলছে মানুষের আনোগোনা। পর্যটন কেন্দ্রগুলোতেও নেই কোন ধরণের বিধি নিষেধ। সরকারের ১১ দফা বিধি নিষেধে প্রশাসনের কোন পদক্ষেপ চোখে পড়েনি।

আরও পড়ুন