২৫ অক্টোবর ২০২৫

গভীর রাতে মুদি দোকানে যাচ্ছিলো টিসিবির পণ্য!

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য মুদির দোকানে নেয়ার সময় দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় জব্দ করা হয়েছে ট্রাকভর্তি টিসিবির পণ্য।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে বাঁশখালী থানার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও এলাকার আলম স্টোরের সামনে থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. মাহমুদুল হাসান অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করেন।

উদ্ধার করা পণ্যের মধ্য রয়েছে- ৬৪০ লিটার সয়াবিন তেল, ৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি ডাল। এসময় রেজিস্ট্রেশনবিহীন মিনিট্রাকও জব্দ করে প্রশাসন। উদ্ধার হওয়া পণ্য টিসিবির নিয়োগ করা ডিলার মেসার্স আমান অ্যান্ড ব্রাদার্সের বলে জানিয়েছে প্রশাসন।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. মাহমুদুল হাসান বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে মঙ্গলবার দিনগত রাতে পূর্ব বৈলগাঁও এলাকা থেকে এক ট্রাক টিসিবির পণ্য জব্দ করেছি। এসময় টিসিবির পণ্যবাহী ট্রাকটিও জব্দ করা হয়। টিসিবির পণ্য পরিবহনকারী ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। মালামালসহ জব্দকৃত ট্রাক বাঁশখালী থানা হেফাজতে রাখা হয়েছে।

বাংলাধারা/আরএইচআর

আরও পড়ুন