বাংলাধারা প্রতিবেদক »
কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। চট্টগ্রামসহ সারাদেশে এবার বেড়েছে কোরবানি পশুর লবণযুক্ত চামড়ার দাম। কোরবানির প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ঢাকায় ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করেছে সরকার। অন্যদিকে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা, আর বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যাবস্থাপনা সংক্রান্ত সভায় এক ভার্চুয়াল মিটিং শেষে এ দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী জানান, গত বছর ঢাকায় ৪০ থেকে ৪৫ টাকা থাকলেও এবছর গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা করা হয়েছে। একই চামড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৩৩ থেকে ৩৭ টাকা।
তিনি জানান, সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ১৫ থেকে ১৭ টাকা। পাশাপাশি প্রতি বর্গফুট বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৪ টাকা। তবে, গত বছর বকরির চামড়ার দাম একই ছিল। সবক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে।
এদিকে, প্রতিবছর সরকার কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিলেও বিক্রি করতে গেলে ন্যায্য মুল্য পায়না সাধারণ মানুষ। সিন্ডিকেটের কবলে পড়ে তারা কম দামেই বিক্রি করে কোরবানি পশুর চামড়া। তবে এই সিন্ডিকেটের বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি বাণিজ্যমন্ত্রী।
বাংলাধারা/আরএইচআর













