২৪ অক্টোবর ২০২৫

গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাই

চট্টগ্রামের আনোয়ারায় এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে সরকার হাট বাজারের আল আমিন ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফজলুল কাদের মাস্টার (৭০) বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত গুরা মিয়ার ছেলে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন।

ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন জানান, টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার পথে কয়েকজন মুখোশধারী যুবক তাকে ছুরিকাঘাত করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তৈলারদ্বীপ এলাকায় ফজলুল কাদের মাস্টারের একটি গরুর ফার্ম রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন। টাকাগুলো সিরাজগঞ্জে পাঠানোর জন্য তিনি ব্যাংকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন