বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের কোতোয়ালী থানার আসকার দীঘীর পাড় এলাকায় গলায় ফাঁস লাগিয়ে অরিত্র ঘোষ (২১) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বুধবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কাঁচাবাজার সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।
অরিত্র ঘোষ আসকার দীঘির পাড় এলাকার কাঁচা বাজার মহণ্ডা আলয়ের স্বপন ঘোষের ছেলে। সে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।
অরিত্র ঘোষের মামা লিটন বলেন, ‘বুধবার রাতে গলায় ফাঁস লাগিয়ে অরিত্র আত্মহত্যা করেছে। সে এমন কাজ করবে- আমরা কল্পনাও করতে পারছি না।’
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘বুধবার রাতে অরিত্র ঘোষ নামে এক কলেজ শিক্ষার্থী নিজ বাসায় আত্মহত্যা করে বলে জানতে পারি। পরিবারের লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, ‘ওই শিক্ষার্থীর পিতা জানিয়েছেন, ১৩ বছর আগে তার আরেক ভাইও আত্মহত্যা করেছিল। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
বাংলাধারা/আরএইচআর













