২৫ অক্টোবর ২০২৫

গাছের সঙ্গে এ কেমন শত্রুতা !

মিরসরাই প্রতিনিধি »

চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে ৫ শতাধিক আম গাছ আগুনে পুড়ে দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর হিলসডেল মাল্টিফার্মে এ ঘটনা ঘটে।

হিলসডেল মাল্টিফার্ম ও মধুরিমা রিসোর্ট এর স্বত্বাধিকারি অস্ট্রেলিয়া প্রবাসী মঈন উদ্দিন বলেন, গত বছর অনেক কষ্ট করে ৫ শতাধিক আম গাছ গড়ে তুলেছি। শুক্রবার রাতে আগুন দিয়ে গৌড়মতি জাতের সব গাছ পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বিদেশে থাকলেও সব সময় আমার মন পড়ে থাকে বাংলাদেশে। দেশের জন্য কিছু করার চেষ্টা করি সবসময়। কিন্তু আমার স্বপ্নগুলো চোখের সামনে পুড়িয়ে দিল।

করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমি বিষয়টি শুনেছি। যারা এমন ঘৃন্য কাজ করেছে তাদের ধিক্কার জানাই। মঈন উদ্দিন ভাই অষ্ট্রেলিয়া থাকলেও তিনি এখানে পর্যটকদের জন্য পার্ক গড়ে তুলেছেন। আমের বাগান করেছেন। যারা এ কাজ করেছে খুবই দুঃখজনক। মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছ তো কোন দোষ করেনি।

আরও পড়ুন