ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা চারটি মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (পিআর) মাহমুদা বেগম। তিনি বলেন, “সোমবার (৭ এপ্রিল) বিকেলে বিক্ষোভ চলাকালে নগরের বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা ঘটে। সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে, যা চলমান রয়েছে।”
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন জানান, লালখান বাজার ও জিইসি মোড়ে ভাঙচুরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
এছাড়া কোতোয়ালি থানার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেরাগী পাহাড় মোড়ে কেএফসি রেস্টুরেন্ট, কাজীর দেউড়ি এলাকার এসএস খালেদ রোডে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টার ও ব্র্যাক ব্যাংকের সামনের অংশে হামলা ও ভাঙচুর চালানো হয়। এসব ঘটনায় পুলিশের পক্ষ থেকে করা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
চকবাজারের প্যারেড কর্নার ও চট্টেশ্বরী রোডের সিজিএস স্কুল মোড়েও কয়েকটি দোকানে হামলা চালিয়ে গ্লাস ও কোমল পানীয়র বোতল ভেঙে ফেলা হয়। এ ঘটনায়ও পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হয়েছে।
এর আগে সোমবার (৭ এপ্রিল) বিকেলে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। কয়েকটি মিছিল থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরের জিইসি মোড়ে কেএফসি, লালখান বাজার মোড়ে পুমা শোরুম ও বিভিন্ন দোকানের কোকাকোলার লোগোসংবলিত ফ্রিজ ও সাইনবোর্ড ভাঙচুর করে।
এআরই/বাংলাধারা